Monday, December 31, 2012

happy new year

HAPPY NEW YEAR 2013
TO MY ALL FRIENDS
.
.
.
Lee(mylittleglob)

অজানা তথ্যকে জানা-3

  • পাইন গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে!
  •   হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট কয়েক মুহুর্ত বন্ধ থাকে!
  •   মধুই ১মাত্র বস্তু যা পচে না!
  •  কফি চায়ের চেয়ে বেশি উপকারী এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে!!(যারা মোটা তারা যদি উপকৃত হয়... আমি তাদের উপকারে আসতে পেরেছি .... জেনে খুশি হবো ।)
  •  মানুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি গরিলাদের ক্ষেত্রেও কাজ করে!

Friday, December 28, 2012

‘ডেড সি’ কে ....ডেড সি বলা হয় কেন?

ডেড সি’! নাম ডেড সি হলেও এটা কিন্তু মোটেও কোনো সি বা সাগর নয়।
মৃত সাগরনাম হলেও এটা আসলে একটা হ্রদ। ভয়ঙ্কর নাম!
আসলে কিন্তু এটা মোটেও কোনো ভয়ঙ্কর জায়গা নয়
এই ডেড সির জল যথেষ্ট পরিমাণ ঘন। এর জল ভীষণ নোনা।
সাগরের নোনা জল এর জলের তুলনায় কিছুই নয়।
এখানকার জলে লবণাক্ততা সাগরের জলে তুলনায় ৮.৬ গুণ বেশি! এই বিশাল হ্রদে তাই কোনো গাছপালা ও মাছ নেই! 
কারণ এত ঘন জলে কিছুই বাঁচতে পারে না।
আর তাই এই হ্রদকে বলা হয় ডেড সিবা মৃত সাগর
তবে মাছ নেই বলে যে হ্রদে কোনো জীবন্ত প্রাণীই নেই, তা কিন্তু নয়! এই হ্রদে আছে নানা রকমের ব্যাক্টেরিয়া আর ছত্রাক। আর কিচ্ছুটি নেই। এই হ্রদটি কিন্তু মোটেও বিষাক্ত নয়।
আসলে এখানে কোনো প্রাণী নেই এর জলের লবণাক্ততার জন্য।

Thursday, December 27, 2012

ডোরাকাটা দাগ কেন জেব্রা গায়ে???

এ ব্যাপারে বেশ ধাঁধায় পড়ে যেতে হয় । 
অনেক বিজ্ঞানীর মতে,জেব্রার এই ডোরাকাটা দাগগুলো আসলে ওদের ছদ্মবেশের জন্য।
ওই দাগের কারণে আফ্রিকার গহীন জঙ্গলে ওরা সে সব প্রাণীদের চোখে ধুলো দেয়(সিংহ মূলত), 
যারা ওদের ধরে ধরে মেরে খেয়ে ফেলে।
ভাবছ, তাহলে নিশ্চয়ই আফ্রিকার বনের ঘাস-গাছপালাগুলো সাদাকালো!
সিংহ মূলত জেব্রাদের ধরে ধরে খায়।
আর এই সিংহরা কিন্তু কালার ব্লাইন্ড, বাংলায় বললে বর্ণান্ধ!
মানে বিভিন্ন রং আলাদা করে চিনতে পারে না। 
ওদের জগতটাই সাদাকালো!
কোনোটা গাঢ় কালো, কোনোটা হাল্কা কালো, কোনোটা গাঢ় সাদা আবার কোনোটা হাল্কা সাদা।
সেই সিংহের চোখে ধুলো দেওয়ার জন্য তো সাদাকালো ডোরাকাটাই সবচেয়ে ভালো।

Tuesday, December 25, 2012

চায়না তৈরি করছে নকল ডিম !!

ডিমের এ অত্যাধিক চাহিদাকে পূঁজি করে  চীন কেমিক্যাল দিয়ে উৎপাদিত কৃত্রিম ডিম বাজারজাত করা শুরু করেছে। মুরগী ডিম পাড়ার জন্য এখন আর তারা ২১ দিন অপেক্ষা করতে রাজী নয়। একটা ডিম তৈরি করতে গড়পড়তায় তারা সময় নিচ্ছে মাত্র ৫ মিনিট। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক । কারন কৃত্রিম ভাবে তৈরি এসব ডিম জনস্বাস্থ্যের জন্য বিশাল হুমকি স্বরূপ। 

কিভাবে চিনবেন ডিম আসল না নকল

( ১) নকল ডিমের খোলস আসল ডিমের চেয়ে পাতলা হবে, যদিও বাহ্যিকভাবে এটা অত ভালভাবে বুঝা যায়না।
(২) হাত দিয়ে স্পর্শ করলে নকল ডিম আসল ডিমের চেয়ে বেশী খসখসে মনে হবে।

(৩) নকল ডিমকে ঝাঁকালে ভেতর থেকে কিছু শব্দ শোনা যেতে পারে ।

(৪) আসল ডিমের ১টা আলাদা আঁসটে গন্ধ থাকে,   যা নকল ডিমের ক্ষেত্রে অনুপস্থিত।

(৫) নকল ডিম ভাঙ্গার পর কিছুক্ষণের মধ্যে কুসুম এবং সাদা অংশ এক সাথে মিশে যাবে, কারণ তারা একই উপাদানে তৈরি।


(৬) নকল ডিমকে ফ্রাই করলে  কোন প্রকার স্পর্শ ছাড়াই ডিমের কুসুম ছড়িয়ে পড়বে যা আসল ডিমের ক্ষেত্রে ঘটবে না। 

(৭) আঙ্গুল দিয়ে টোকা দিলে আসল ডিম নকল ডিমের চেয়ে অধিকতর ‘ ক্রিস্প সাউন্ড’ তৈরি করবে।
( ৮)নকল ডিম কে ফ্রাই করলে আসল ডিমের চেয়ে বেশী বাবল বা বুদবুদ তৈরি হয়।


 সুত্রঃ ইন্টারনেট


ধর্ষণ রুখতে ভরসা স্প্রেতেই

 ছ-ইঞ্চির ছোট্ট একটা শিশি। কিন্তু তাতেই কাবু হতে পারে ইভটিজাররা। বর্ষবরণের রাতের আগে কলকাতায় এমনই স্প্রে-র রমরমা বাজার। ইভটিজার কাছে আসা মাত্রই একবার স্প্রে।। ব্যাস কম করে দু-ঘণ্টার জন্য কুপোকাত।  কলকাতায় মহিলারা কতটা নিরাপদ? এ নিয়ে বিতর্ক হতেই পারে। কারণ গত কয়েক মাসে কলকাতায় বিভিন্ন জায়গা থেকে উঠেছে একাধিক ধর্ষণের অভিযোগ। ফলে তৈরি হয়েছে আতঙ্ক।
দিল্লিতে ধর্ষণের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়েছে কয়েক গুণ।  পুলিশ, প্রসাশন নয়, নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের হাতে রাখতে কলকাতার মহিলাদের সঙ্গী ছোট্ট এক টিনের শিশি। গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, আর নানা ঘরনের রাসায়নিক মেশানো এক তরল।  একবার স্প্রে করলেই হল।  সঙ্গে সঙ্গে শুরু হবে চোখ জ্বালা আর কাশি । চলবে প্রায় দু ঘণ্টা।প্রায় দুবছর আগে থেকেই মধ্য কলকাতার একটি দোকানে শুরু হয়েছিল এই স্প্রে বিক্রি। কিন্তু ইদানিং চাহিদা হঠাৎই কয়েকগুণ বেড়েছে। পুরুষরাও কিনছেন স্প্রে। তবে চাহিদা বেশি মহিলাদের মধ্যে। চারশো থেকে পাঁচশো টাকা খরচ করলেই মিলবে একটি স্প্রে-র শিশি। ন-বার স্প্রে করা যাবে। তবে একটু সাবধান। স্প্রে করার সময় অবশ্যই চেপে রাখতে হবে আপনার নিজের নাকটি।

click here
http://www.natunbarta.com/index.php?view=details&data=Airline&news_type_id=1&menu_id=111&news_id=4562 

অজানা কে জানুন-2

  1. The dot over the letter ‘i’ is called a ‘tittle.’
  2.   Leonardo Da Vinci could write with one hand and draw with the other at the same time.
  3.  Because metal was scarce, the Oscars given out during World War II were made of wood.
  4.   A tiny amount of liquor on a scorpion will make it instantly go mad and sting itself to death.
  5.  The first product Motorola started to develop was a record player for automobiles At that time, the most known player on the market was the Victrola, so they called themselves Motorola.

অজানা কে জানুন

  1.  Chocolate affects a dog’s heart and nervous system; a few ounces will kill a small-sized dog.
  2.   Donald Duck comics were banned from Finland because he doesn’t wear pants.
  3.   Upper- and lower-case letters are named ‘upper’ and ‘lower’ because in the time when all original print had to be set in individual letters, the Upper case’ letters were stored in the case on top of the case that stored the smaller, ‘lower case’ letters.
  4.   Leonardo Da Vinci invented scissors. Also, it took him 10 years to paint Mona Lisa's lips
  5. Most lipstick contains fish scales.

Breast কে Boob বলে কেন?


Breast কে Boob বলে কেন?
"Boob" কথা সৃষ্টি কিভাবে হলো?
=> আর কিছুই না .... বিভীন্ন অ্যাঙ্গেলে মহিলা কে দেখ।
 আপনি ও চোখ বুজিয়ে মনে মনে দেখে নিন........Boob